হে আল্লাহ! আপনি স্বাক্ষী থাকুন! পুরো জাতির ১৬ কোটি মানুষের মাঝে আমি আবু ত্ব হা আদনান প্রথম ব্যক্তি যে আপনার এই জমিনের উপরে এক তাগুতের পরিবর্তে আরেক তাগুতের এই সিস্টেমকে শুধুমাত্র আপনার সন্তুষ্টির আশায়, ঈমানের দাবিতে প্রত্যাখ্যান করলাম! ঠিক যেভাবে পুর্ববর্তী আল্লাহদ্রোহী সমস্ত সিস্টেমকে করে এসেছি। ইনশাআল্লাহ যতদিন পর্যন্তনা নবুয়্যাতের আদলে পরিপূর্ণ খিলাফাহ কায়েম না হচ্ছে ততদিন করে যাব! এর অর্থ এই নয় যে আমি বিদ্রোহ করছি। এর অর্থ একবাক্য এই যে:
And i am not a part of your western slavery" As a fundamental muslim i am not a part of you"
اني برىء منكم و من اعمالكم لا عليّ و لا لِيا
অর্থ: (কাল কিয়ামাতের মাঠে) আমি তোমাদের এবং তোমাদের যাবতীয় আমল থেকে মুক্ত এবং তোমরাও আমার থেকে সম্পুর্ণ মুক্ত!
Loud and Clear
Abu Taw Haa Muhammad Adnan
সফর ২, ১৪৪৬ হিজরি।
0 Comments